রায়হান হোসেন, চৌগাছাঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে যশোরের চৌগাছায় শোক সভা, র্যালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ আগষ্ট) বিকাল ৪টায় শহীদ আবু সাইদ চত্ত্বরে এ সভা ও সমাবেশ করে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
শোক সভায় প্রাথমিকভাবে ১ মিনিট নিরবতা পালন করে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করা হয়।
এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে ছাত্র সমাজ। এর আগে প্রায় অর্ধসহস্রাধিক ছাত্র-ছাত্রী নিয়ে র্যালী বের করা হয়। ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ শ্লোগানকে সামনে রেখে র্যালীটি শহরের শহীদ আবু সাইদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে।
এরপর আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার আল-ইমরান, পারভেজ হোসেন, তাসলিমা আক্তার, স্বপ্ননীল, রাশেদুল ইসলাম, রিতম, নাইম রেজা নয়ন, তপু আহমেদ, বাছিন আহমেদ, সারজান শরীফ, আজিমুর রহমান সোহান প্রমুখ।
এসময় ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, আমাদের দেশে যারা হিন্দু ভাই-বোন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের উপর হামলার ঘটনা ঘটছে। তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। তারা বলেন, দেশে সব জায়গাতে এখন সেনাবাহিনী রয়েছে এবং তাদের নাম্বারসহ বিভিন্ন এলাকায় দায়িক্ত দেওয়া হয়েছে। এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আমাদের সকলকে যার যার জায়গা থেকে হামলা প্রতিহত করতে হবে। তারা আরও বলেন, ‘আমরা বৈষম্যের বিপক্ষে। আমরা সকলেই যেন সেভাবেই কাজ করি যেন অন্য কেউ সুযোগ নিয়ে কারও ক্ষতি করতে না পারে।’