যশোর প্রতিনিধি: যশোরে নড়াইল কাচারির সামনে ভুমিসেবার নামে প্রতারণার দোকান খুলে বসেছে চিহ্নিত টাউট শুভ৷ তার পরিচালিত রংধনু ডিজিটাল সেন্টারের স্বত্বাধিকারী শুভ’র বিরুদ্ধে সাজ্জাদ হোসেন সাজু নামে এক গ্রাহকের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে।
গেল রবিবার দুপুর ২ টার দিকে নড়াইল কাচারির সামনে টাউট শুভ’র দোকানের মধ্যেই সাজুকে মারধর শুরু করে- এ সময় সহকারী কমিশনার (ভূমি) এর অফিসের সামনের স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে সাজুকে রক্ষা করেন। লোকজন জানতে পারেন শুভ প্রতারণা করে অর্থ হাতানোর চেষ্টা করছে। এ সময় স্থানীয়রা টাউট শুভর দোকানে তালা ঝুলিয়ে দেয়৷
সাজ্জাদ হোসেন সাজু বলেন, তার ভাই বাবু মৃত্যুর আগে রংধনু ডিজিটাল সেন্টারে জমির নামজারির জন্য ৬ টি দলিল প্রদান করেন। তার মৃত্যুর পর কাজগুলো করাতে গেলে রংধনুর মালিক শুভ তার কাছথেকে কয়েক দফায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা নেয়, কিন্তু কাজ নিয়ে ঘুরাতে থাকো৷ এক পর্যায়ে সাজু শুভর কাছে কাজ অথবা কাগজপত্র এবং টাকা ফেরত চাইলে দোকানী শুভ তাকে মারধর শুরু করে।
এ বিষয়ে দোকানী টাউট শুভর দাবি রাগের মাথায় সে সাজুকে মারপিট করেছে৷ এটা তার অন্যায় হয়েছে বলে স্বীকার করে শুভ।
শুভ প্রায়ই এসিল্যান্ড অফিসের সামনে বসে এরকম প্রতারণা করে৷ যা নিয়ে এ কাজে নিয়োজিত অন্য দোকানীরাও বিরক্ত৷ বার বার ঝামেলা হলেও এসিল্যান্ড কিছু বলেনা এজন্য সবাই নিরব থাকে৷
রংধনুর পাশের কয়েকজন দোকানী বলেন, তারা সরকারী বিধি মোতাবেক মিউটেশন আবেদন অনলাইনে সাবমিট করে পারিশ্রমিক টুকু শুধু নেন৷ কিন্তু টাউট শুভ নেশার টাকা জোগাড় করতে গ্রাহকের সাথে প্রতারণা করে তাদের সুনাম ক্ষুন্ন করছে একই সাথে এ পেশাকে কলঙ্কিত করছে৷ সে বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্রাহকের কাছ থেকে দফায় দফায় টাকা নেয়, কাজ না করে সে টাকা মাদক আর নারীর পেছনে খরচ করে৷ কিন্তু গ্রাহকের কাজ করে দেয়না৷
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন অনেকে অনলাইন বোঝেন না, সে কারণে কম্পিউটারের দোকানে ই-নামজারি আবেদনে সহায়তা নিতে পারেন, দোকানীরা তাঁদের পারিশ্রমিক নিয়ে থাকেন৷ কিন্তু এর বাইরে আইনসিদ্ধ নয় এমন কিছু ঘটলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে
Leave a Reply