নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর উপর হামলা করা হয়েছে । এ সময় তিনিসহ ৫জন আহত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, তিনগাও বিএনপির এক মিটিং এ যাচ্ছিলেন এড. টিপু সহ আরও নেতাকর্মীরা। মিটিং যাওয়ার পথে বন্দর নবীগঞ্জ কামালউদ্দির মোড়ে আসলে দেশীয় অস্ত্র নিয়ে টিপু সহ নেতৃবৃন্দের গাড়ির(অটোরিকশা )উপর হামলা করা হয়। এসময় গুরুতর আহত অবস্থায় টিপুসহ নেতৃবৃন্দকে উদ্ধার করে খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমে এড. আবু আল ইউসুফ টিপু বলেন, ‘কাউসার, মুকুল আর সৌরভের নেতৃত্বে ওরা আমারে মেরে ফেলতে চেয়েছিলো’।