1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে ডিসি’র নোটিশ উপেক্ষা করে সরকারি জমি দখল করে আ’লীগ নেতার মার্কেট নির্মান - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :
যশোরে ভাইপো রাকিবকে গুলির ঘটনায় অপর সন্ত্রাসী ইমন আটক (ভিডিও সহ) অপারেশন ডেভিল হান্টের প্রথম অভিযানে যশোরে ২৪ জন আটক যৌথ বাহিনীর সমন্বয়ে সারাদেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বন্দি যশোরের জাফর- দেশে ফিরতে সরকারের হস্তক্ষেপ কামনা   ‘মৃত্যু ও ট্যাক্স ছাড়া সব কিছুরই অস্তিত্ব নষ্ট হয়ে যাবে’ : কাস্টমস কমিশনার যশোর শহরে মিছিল করা সেই আ’লীগ নেতা ঢাকায় আটক যশোর জেলা সড়ক পরিবহন সমিতির নেতৃত্বে পবিত্র কাপুড়িয়া ও লিটন শাহীন চাকলাদারকে ০৪ বছর সশ্রম কারাদণ্ড যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টা-৮ জনের বিরুদ্ধে মামলা ( ভিডিও সহ ) শহিদুল ইসলাম মিলনকে যশোর কারাগারে আনা হয়েছে

যশোরে ডিসি’র নোটিশ উপেক্ষা করে সরকারি জমি দখল করে আ’লীগ নেতার মার্কেট নির্মান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রুপদিয়া (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে টানা পাঁচবার সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে গড়ে তোলা পাঁকা স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করার নোটিশ প্রেরণের পরও কোন ক্ষমতাবলে এখনো নিজ দখলে রেখে দিয়েছে আওয়ামী লীগ নেতা রফিক খান! জেলা প্রশাসকের পক্ষ থেকে তার দখলে রাখা খাস জমি থেকে সরে যাওয়ার নোটিশ’কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কি ক্ষমতা বলে কুক্ষিগত করে রেখেছে এই আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ওরফে রফিক খান ওরফে রফি মেম্বার।

তৎকালীন জেলা প্রশাসক স্বাক্ষরিত ০৫.৪৪.৪১০০.০০৫.০৪.০০৭.২০-৫১৯ (৮) নম্বার স্বারক মুলে গত ১০-১২-১৪২৬ বাংলা, ২৪-০৩-২০২০ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, যশোর রাজস্ব শাখা হতে উচ্ছেদ কেস নম্বর: (সদর) ০৮/০৩/ীররর/২০১৮-১৯ একটি নোটিশ পাঠায় অভিযুক্ত (রফিক খানের) অনুকুলে সেখানে উল্লেখ করা হয়েছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রূপদিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম, আপনি যশোর জেলার সদর উপজেলাধীন ২২২ নম্বর রূপদিয়া মৌজার আর, এস- ০১ খতিয়ানের ৩৭৫ দাগের কাঁচা রাস্তা শ্রেণীভূক্ত ০.০৬৫০ একর জমি (আংশিক) অননুমোদিত ভাবে ভোগদখল করছেন। যেহেতু আপনি বর্ণিত জমিতে অননুমোদিতভাবে ভোগ দখল করেছেন, সে কারণে আপনাকে নোটিশ জারির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ দায়িত্বে দখল এবং স্থাপনা অপসারণ করার জন্য ১৯৭০ সনের সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পূর্ণ উদ্ধার) অধ্যাদেশ এর ৫(১) ধারা মোতাবেক নির্দেশ প্রদান করা হয়েছে।

অন্যথায় আইন অনুভবে উচ্ছেদ করা হবে বলে নোটিশে উল্লেখ করেন। কিন্তু এনিয়ে পাঁচবার নোটিশ আদেশ অমান্য করে স্ব-স্থানে বহাল তবিয়তে রয়েছেন দখলদার ওই আওয়ামী লীগ নেতা। এরমধ্য বাংলা ৬ কার্তিক ১৪৩০ ও বাংলা ২২ অক্টোবর ২০২৩ ইং তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে সিনিয়র সহকারী কমিশনার এস.এম. মুস্তাফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরীত একটি উচ্ছেদ তাগিদপত্র যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে পেরণ করেন যার সূত্র- বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনার স্বারক নং- ০৫.৪৪.০০০০.০০২.০৭.০০৯.২২.৪৭৭, তারিখ- ০৮-০৮-২০২৩ খ্রি। সেখানে বলা হয় উপরক্ত বিষয় ও সূত্রক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে যশোর জেলার সদর উপজেলাধীন রূপদিয়া মৌজায় সরকারি খাস সম্পত্তি হতে অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে কার্যকর ব্যাবস্থা গ্রহণপূর্বক এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ ওই আওয়ামী লীগ নেতা রফিক খান এখন পর্যন্ত সরকারি এই সম্পত্তির উপরে বহাল তবিয়াতে থাকলেও কিসের বলে উচ্ছেদ ঠেকিয়ে বহাল তবিয়তে রয়েছেন তা নিয়ে চরম সংশয়ে রয়েছেন এলাকাবাসী। আওয়ামী লীগ নেতা রফিক খানের দখলে থাকা সরকারি এই সম্পত্তি অতিসত্বর উদ্ধারের দাবী এলাকাবাসীর।

‘বাণী চিরন্তন’

তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ঐ দুই বন্ধু একে অপরের ঘনিষ্ট বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছ।

-রেদোয়ান মাসুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
01 যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। - হযরত মোহাম্মদ (সাঃ)।

02`একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে, আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য নিখুঁত প্রার্থী হয়ে উঠবেন।-সুজি কাসেম।

আজকের দিন তারিখ

  • শনিবার (রাত ৯:৫০)
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
  • ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

99
Live
visitors
©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme