যশোর প্রতিনিধি: নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ যশোরের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
বুধবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্ত্বরে মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দাবি আদায় না হলে অব্যহত কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের অভিযোগ, নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছেন মহাপরিচালক।