সালাহ্উদ্দীন সাগর : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ হাসান সুকর্ণ (২৭) বাসের ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় শহেরর পালবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। সঙ্কাটাপন্ন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) যশোরের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের পর অবস্থার উন্নতি না হলে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান।
সোমবার সন্ধ্যায় মটর সাইকেল যোগে পালবাড়িমোড়ে পৌঁছুলে ঝিনাইদহ থেকে যশোরের দিকে আসা লিটন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারুফের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কাদিলে বাইকটি ছিটকে বেরিয়ে যায়, এসময় মারুফ পরিবহণটির নিচে পড়ে যায়। দুই চাকার মাঝবরাবর পড়ায় প্রাণহানী না ঘটলেও শরীর ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারকরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়রা মারুফের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানান। তিনি জানান মারুফের মুখমণ্ডল চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে যা খুবই আশঙ্কাজনক ।
খবর পেয়ে সেনাসদস্যরা যশোর জেনারেল হাসপাতাল থেকে মারুফকে দ্রুত যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে মারুফ।
সবুজ বৃত্তে মারুফ হাসান সুকর্ণ (ছবি : চ্যানেল দুর্জয়)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান জানিয়েছেন , ঘটনা শুণেই তারা হাসপাতালে ছুটে যান । মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারাও উদ্বিগ্ন। সম্মিলিত সামরিক হাসপাতাল যশোরের বরাত দিয়ে রাশেদ জানিয়েছেন মারুফকে যশোর সিএমএইচের আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ২৪ ঘন্টা অবজারভেশনের পর পরিস্থিতির উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হবে।
সবুজ বৃত্তে মারুফ হাসান সুকর্ণ (ছবি : চ্যানেল দুর্জয়)
মারুফ হাসান সুকর্ণ ময়মনসিংহ শহরের হরমুজ আলীর ছেলে। সে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি যশোর শহরের পালবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন।দেশে মহাবিপ্লবের আগে বিপ্লবে নেতৃত্ব দানের মধ্য দিয়ে ছাত্রজনতার গণঅভ্যুথান ঘটানো , স্বৈরাচার সরকারের পতন সহ ৫ আগস্টের পরবর্তীকালে যশোরের রাজপথে বিভিন্ন দাবি ও অধিকার আদায়ে অগ্রণীভূমিকা রাখায় তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এ ছাত্রনেতা।
সবুজ বৃত্তে মারুফ হাসান সুকর্ণ (ছবি : চ্যানেল দুর্জয়)
যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়কের পালবাড়ি অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে বহুদিনধরে । অপরদিকে দূরপাল্লার যানবাহনগুলির বেপরোয়া গতি প্রায়ই দূর্ঘটনা ঘটাচ্ছে । সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় পরিস্থিতি দিনদিন ভয়াবহ হচ্ছে বলে মন্তব্য করেন রাশেদ । এসব অসঙ্গতির প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১১ টায় পালবাড়ি ভাস্কর্যের মোড়ে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার নেতাকর্মীরা
Leave a Reply