মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি : যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, সারাদেশের অনেক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজকে যে নতুন বাংলাদেশ দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। ৭১ এর পর জুলাই বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে । স্বাধীনতা রক্ষা ও সুফল পেতে অন্তবর্তী সরকারকে সকল ধরনের সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ।
বৃহস্পতিবার দুপুরে মণিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে জুলাই বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই বীর সেনানিদের, শ্রদ্ধা জানাই ছাত্র-জনতাকে, যারা দেহের তাঁজা রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছেন।
এর আগে মণিরামপুর থানা পরিদর্শন, পৌর মিনি পার্ক ও সিসি ক্যামেরাসহ সেন্ট্রাল সাউন্ড সিস্টেম উদ্বোধন করেন জেলা প্রশাসক
মোঃ আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় এসিল্যান্ড নিয়াজ মাখদুম ,কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply