যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসারকে হত্যার হুমকি দিয়েছে চালুয়াহাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতির পরিচয় দেওয়া সন্ত্রাসী রবিউল ইসলাম। ভুক্তভোগী শামসুর রহমান খান একই ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ১৩ আগস্ট ভুক্তভোগী শামসুর রহমান খানের বাড়িতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে যেয়ে হত্যার হুমকি দেয় রবিউল। এসময় অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরামপুর আমলী আদালতে মামলা করেন শামসুর রহমান। সম্প্রতি মামলা প্রত্যাহার করতে আবারও হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী রবিউল এবং সাঙ্গপাঙ্গরা।
ধারাবাহিক হত্যার হুমকিতে আতঙ্কিত শামসুর রহমান। তিনি জানান, অবসরের পর গ্রামে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মাছের ঘের গড়ে তুলেন। একাধিকবার সন্ত্রাসী রবিউলসহ অন্যান্যরা মাছ চুরিসহ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। চাঁদা দাবি করেছে, যা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই বিরাগভাজন হয়েছেন তিনি।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা রবিউল পরিবর্তিত পরিস্থিতিতে ভোল পাল্টে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে গ্রামজুড়ে।
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এস আই আবুল বাশার বলেন, সপ্তাহ খানেকের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেব। এরপর আদালত সিদ্ধান্ত দিলে আমরা ব্যবস্থা নেব।
Leave a Reply