যশোর প্রতিনিধি : যশোর শহরের শংকরপুরে পশু হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনলে অবস্থা গুরতর হওয়ায় তাকে ঢাকাতে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক ।
রাকিবের বুকের দুপাশেই গুলি করা হয়েছে । গুলিতে আহত রাকিবের দাবি মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় একই এলাকার খালিদের ছেলে ইমন, জলিলের ছেলে রিয়াজ ও রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির সহ অজ্ঞাত ৪/৫ জন তার উপর হামলা করে। রাত ১০ টার পর বাসা থেকে বের হওয়ার পরপরই তাকে ঘিরে ফেলে সন্ত্রাসীরা। এ সময় তারা রাকিবের বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আটক অভিযান শুরু করেছে।
Leave a Reply