যশোর প্রতিনিধি:
মৃত্যু এবং ট্যাক্স ছাড়া সব কিছুরই অস্তিত্ব নষ্ট হয়ে যাবে কিন্তু মৃত্যু আর ট্যাক্সের অস্তিত্ব থাকবে। আমাদের জীবনের সাথে ট্যাক্স এভাবেই জড়িত৷ কাস্টমসের ট্যাক্স সবারই দিতে হয় যেটা অনেকেই জানেনা৷ রবিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোলে কাস্টমস ক্লাবে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় এসব কথা বলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ।কাস্টমসের কাজের পরিধি ও ট্যাক্স সম্পর্কে সাধারণ মানুষের অধিকতর ধারণা লাভের জন্য কাস্টমের সাথে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল মজিদ, ৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশন বেনাপোলের সভাপতি মোঃ শামছুর রহমান, বেনাপোল কাস্টমসের কমিশনার মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ।
Leave a Reply