1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে ভাইপো রাকিবকে গুলির ঘটনায় অপর সন্ত্রাসী ইমন আটক (ভিডিও সহ) - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :

যশোরে ভাইপো রাকিবকে গুলির ঘটনায় অপর সন্ত্রাসী ইমন আটক (ভিডিও সহ)

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
যশোরে শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গুলির ঘটনায় অপর সন্ত্রাসী ইমন আটক
শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব ও অপর সন্ত্রাসী ইমন : ছবি চ্যানেল দুর্জয়।

যশোর প্রতিনিধি : যশোরে শীর্ষ সন্ত্রাসী কাজী রাকিব হোসেন ওরফে ভাইপো রাকিবকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় চাঁচড়া ইসমাইল কোলনীর কাজী খালিদ হোসেনের ছেলে ইমনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রাম থেকে তাকে আটক করা হয় । বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ইমনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ । আগামীকাল শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলেও জানানো হয়েছে।

এরআগে শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গুলির ঘটনায় ২১ জানুয়ারি (মঙ্গলবার) কোতোয়ালি মডেল থানায় রাকিবের মা ফয়জুন্নাহার আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় অজ্ঞাত ৪/৫জন সহ চাঁচড়া ইসমাইল কোলনীর কাজী খালিদ হোসেনের ছেলে ইমন, পুলেরহাট এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে কাজী তারেক, চাঁচড়া জামতলা এলাকার তারেকের ছেলে তানভীর, মৃত জলিল মুন্সির ছেলে রিয়াজ, চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির, শংকরপুর সার গোডাউনের পেছনের মৃত আফজাল কাজীর ছেলে আকাশ, ইসকেনের ছেলে ইয়াসিন ও বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমনকে আসামি করা হয় ।

ফয়জুন্নাহার এজাহারে উল্লেখ করেন, তার ছেলে রাকিব চাঁচড়া বাবলাতলার মোড়ে মাছের পোনার ব্যবসা করেন। আসামিরা মাদকদ্রব্য ওই এলাকায় সরবারহ করে থাকে। তার ছেলে আসামিদের নিষেধ করায় তার ওপর ক্ষিপ্ত হয়। পরে তাকে হত্যার পরিকল্পনা করে তারা। গত ১৯ জানুয়ারি তার ছেলে বাড়িতে ছিল। রাত পৌনে ১০টার দিকে আসামি তানভীর তার বাড়ির মধ্যে প্রবেশ করে কথা আছে বলে ডাক দিয়ে বাইরে নিয়ে যায়। রাকিব তার কথামতো বাড়ির সামনে রাস্তার ওপর যান। রাকিবের মা নিজেও রাকিবের পিছু নেয়। সে সময় আসামি কাজী তারেকের নির্দেশে ইমন পরপর দুইটি গুলি করে। গুলি দুটি বুকের দুই পাশে লাগে। এরপর আরও দুটি গুলি করলে একটি বাম হাতের বাহুতে অপরটি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি করার সাথে সাথে আসামিরা ৪/৫টি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। পরে তিনিসহ আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তার ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ভাইপো রাকিবের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুই ডজন মামলা রয়েছে। এছাড়া যাদেরকে এ মামলায় আসামি করা হয়েছে তারাও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এক সময় রাকিবসহ এ মামলার আসামিরা একই সাথে নানা ধরনের অপকর্ম করতেন।

‘বাণী চিরন্তন’

তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ঐ দুই বন্ধু একে অপরের ঘনিষ্ট বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছ।

-রেদোয়ান মাসুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
01 যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। - হযরত মোহাম্মদ (সাঃ)।

02`একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে, আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য নিখুঁত প্রার্থী হয়ে উঠবেন।-সুজি কাসেম।

আজকের দিন তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ১০:৪৭)
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
  • ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

196
Live
visitors
©All rights reserved © 2020 Channel Durjoy চ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme