যশোর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল করেছে দলটি।
১৯ ফেব্রæয়ারি বুধবার বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই গণঅভ‚্যত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেয়া হয় নাই। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনার। এর মাধ্যমে জামায়াত বৈষ্যমের শিকার। অবিলম্বে এই জামায়াত নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, জামায়াত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার। এখানো যদি আমরা সেই জুলুম থেকে মুক্ত হতে না পারি তাহলে তা জাতির জন্য কলঙ্কের। অবিলম্বে তার মুক্তি দেয়া না হলে আমরাও আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আব্দুল আজিজসহ অন্যান্যরা।
এছাড়া ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি এইচ এম শামীম, জেলা পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পূর্ব শাখা সভাপতি আশিকুজ্জামান বক্তব্য রাখেন।
সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক নুর-ই ইলী নুর মামুন। সমাবেশে যশোর শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে শহরে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি দড়াটানা, গাড়ীখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়।
Leave a Reply