যশোর প্রতিনিধি : শার্শা উপজেলার উলশি এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় ৪ জন ছিনতাই কারী কে আটক করেছে শার্শা থানা পুলিশ। এসময় ছিনতাইকৃত সাড়ে আট লক্ষ টাকার মধ্যে ৮ লক্ষ তিন হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর এ আলম সিদ্দিকী।
গ্রেফতারকৃতরা হলো যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হৃদয় হোসেন ফরহাদ ও একই গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে তরিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার চান্দেরপুল গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল এবং শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাব্বেল ওরফে রাব্বি।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান গত ১৯ ফেব্রুয়ারী দুপুর ২টার সময় নামে একজন ব্যবসায়ী কে চলন্ত বাইকে থাকা অবস্থায় কুপিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাই করে ঘটনাটি প্রকাশ্য দিবালোকে হওয়ায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শার্শা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও ছিনতাই কারীদের আটকে বিশেষ অভিযান পরিচালনা করে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply