সালাহ্উদ্দীন সাগর : যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
বিসিএস ২৭ তম ব্যাচের রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অংশ নিয়েছেন শান্তিরক্ষা মিশনেও। ২০১৩ সালে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের একজন অপারেশন অফিসার হিসাবে নিযুক্ত হন এবং দায়িত্ব পালন করেন। তার মেয়াদে, তিনি কিনশাসা সফরের সময় জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান-কি-মুনের নিরাপত্তা দায়িত্বের নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ সালে দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্বতন্ত্র পুলিশ অফিসার হিসাবে নিযুক্ত হন রওনক জাহান। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন।
এছাড়াও রওনক জাহান ২৮ জন সহকর্মীসহ দক্ষিণ সুদানে তার সেবার জন্য ইউএন মেডেল অফ অনার পেয়েছেন, যাদের মধ্যে তিনজন মহিলা এবং ২৬ জন পুরুষ৷ দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশনে পুলিশ কমিশনার, উনাইসি ভুনিওয়াকা তাদের পদক অনুষ্ঠানে বলেছিলেন। “আপনার খ্যাতির পর থেমে যাবেন না। মিশনের জন্য আপনার এবং বাংলাদেশী পুলিশ হিসাবে যে উচ্চতর লক্ষ্য রয়েছে তা অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যান”।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply