যশোর প্রতিনিধি : যশোরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের বকচর করিম তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শহিদুল ইসলামের শ্যালিকার ছেলে তার সহযোগীদের নিয়ে এ কাণ্ড ঘটিয়েছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শহিদুলের শ্যালিকার ছেলে সাদ্দাম ও তার বন্ধুরা বকচর করিম তেলপাম্প এলাকায় শহিদুলের উপর হামলা চালিয়ে চাকুদিয়ে তার দুই চোখই উপড়ে ফেলে। পরে তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতেলের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুর রহমান জানিয়েছেন, শহিদুলের দুই চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
আহত শহিদুলের অপর শ্যালিকার স্বামী নজু মিয়া জানিয়েছেন তার ভাগ্নে (শ্যালিকার ছেলে) সাদ্দাম হোসেন শহিদুলের চোখ তুলে দিয়েছে । খবর পেয়ে তিনিই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তবে কি কারণে সাদ্দাম এ ঘটনা ঘটিয়েছে সেটি তিনি জানেন না। শহিদুল পেশায় কৃষি কাজ করেন আর সাদ্দাম ট্রাক ড্রাইভার । সম্পর্কে শহিদুল সাদ্দামের মেঝ খালু ।
এ বিষয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানিয়েছেন, ঘটনার পরপরই থানা ও ডিবি পুলিশের একাধিক টিম আসামি আটকে অভিযানে নেমেছে। পাশাপাশি প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
Leave a Reply