রায়হান হোসেনঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার জামায়াত অফিস হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ফার্মা শাখার সভাপতি মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল-মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, ডা. শাহিদুর রহমান ইমন ও ডা. আহম্মদ মুছা।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, পৌর পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ডা. আব্দুর রশিদ, সাংবাদিক এম এ রহিম, এম এ মান্নান, কালিমুল্লাহ সিদ্দিক, প্রভাষক আব্দুল আজিজ, মাওলানা ওসমান গনি, ইখতিয়ার রহমান, হাফিজুর রহমান, মাসুদ আজাদ, কাওছার রহমান, মাসুম হোসেন ও এরশাদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ইসলামের আলোকে আত্মশুদ্ধি ও সমাজ গঠনের আহ্বান জানান। শেষে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
Leave a Reply