যশোর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সহধর্মীনি অধ্যাপক নার্গিস বেগম।
বুধবার (১২ মার্চ ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে অধ্যাপক নার্গিস বেগম যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবে প্রায় দেড়যুগ দায়িত্ব পালন করেছেন । গেল ২২ ফেব্রুয়ারি (শনিবার) যশোর জেলা বিএনপির দ্বীবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হবেন বলে দলটির নেতাকর্মীরা আশা করেছিলেন । সে কারণে ওই পদটিতে কেউ মনোনয়নও ক্রয় করতে রাজি হননি । কিন্তু নার্গিস বেগম এবার জেলা বিএনপির কোন পদে প্রতিদ্বন্দিতা করবেন না। এমন ঘোষণায় অনড় থাকলে নেতাকর্মীরা আন্দোলনও করেছিলেন তাকে প্রার্থী করার জন্য । কিন্তু অধ্যাপক নার্গিস বেগম তার সিদ্ধান্তেই অনড় থাকেন ।
পরে ওই পদে মনোয়ন সংগ্রহ করে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন বিগত কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু । তার প্রতিদ্বন্দি ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ।
সবশেষ বুধবার (১২ মার্চ) কেন্দ্র থেকে আসা এই বার্তাটি জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করেছে।
Leave a Reply