রায়হান হোসেনঃ
পবিত্র রমজান উপলক্ষে যশোরের চৌগাছায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার) (১৩ মার্চ) দুপুরে চৌগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, কর্মপরিষদ সদস্য রহিদুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা বায়তুল মাল সম্পাদক ইমদাদুল হক, চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরসহ চৌগাছা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুবিধাবঞ্চিত মানুষ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সুবিধাবঞ্চিতদের মাঝে ফুড প্যাক বিতরণ করেন। প্রতিটি ফুড প্যাকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ প্যাকেট গুড়া দুধ, ১ প্যাকেট সেমাই ও ১ কেজি মসুর ডাল দেওয়া হয়।
এর আগে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাস্মিন জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply