যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলার শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম সুমন হোসেন (৩২), তিনি স্থানীয় বাসিন্দা নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে সুমন একই গ্রামের মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহর কাছ থেকে ১২ শতক জমি ৪০ হাজার টাকায় বন্ধক নিয়ে চাষ করতেন। নির্ধারিত সময় পার হয়ে গেলে সুমন একাধিকবার টাকা ফেরতের জন্য তাগাদা দেন। কিন্তু জমির মালিকরা জমি ফিরিয়ে না দিয়ে দখল রাখেন এবং নানা অজুহাত দেখাতে থাকেন।
গত শুক্রবার রাতে, সুমন আবারও মশিয়ারদের বাড়িতে টাকা চাইতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে সুমন সেখান থেকে ফিরে এসে গ্রামে আনিছুরের দোকানের সামনে চা খাচ্ছিলেন। ঠিক তখনই মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহসহ আরও ৭-৮ জন লোক এসে তার উপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে সুমন মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া দুর্জয় নিউজকে জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে হামলায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে এবং খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।”
Leave a Reply