রায়হান হোসেন :
জাতীয় নির্বাচনের আদলে যশোরের চৌগাছায় অনুষ্ঠিত হলো চৌগাছা মটরযান শ্রমিকসংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন৷ নির্বাচনে আনিচুর-উজ্জ্বল ও শহিদুল- আতিয়ার প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুটি প্যানেল থেকে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ৷ ষোল’শ মটরশ্রমিক ব্যালটের মাধ্যমে প্রয়োগ করেন তাদের ভোটাধিকার ৷ জাতীয় নির্বাচনের আদলে ভোটগ্রহণ হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়৷ অপরদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্কাবস্থানে৷
বিকাল ৪ টার পর শুরু হয়েছে ভোট গণনা। (বিস্তারিত আসছে…..)
Leave a Reply