যশোর প্রতিনিধি: যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়। এছাড়া আরও তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) ও মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)।
বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন ও রাত ১২টার দিকে ইউসুফ হোসেন মারা যান ৷ মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে শিফট করা হয়েছিল।
ডা. উবাইদুল কাদির উজ্জ্বল বলেন, উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। করোনার প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় একটি আইসিইউ’র অর্ধেকে থাকছেন সাধারণ রোগী ও বাকী অর্ধেকে করোনা রোগী। তবে দ্রুতই করোনা রোগীদের জন্য আইসিইউ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আরটিপিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। কীট পেলেই পরীক্ষা শুরু করা যাবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ।
সরকারিভাবে যবিপ্রবি’র আরটিপিসিআর ল্যাবে ২০২৩ সালের ২১ জুলাই পর্যন্ত যশোরসহ এ অঞ্চলের সাত জেলার ১ লাখ ৬ হাজার ৩২৬টি কোভিড নমুনা টেস্ট করা হয়। এর মধ্যে ২২ হাজার ৭৯৯টি পজিটিভ ছিল।
Leave a Reply