1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চৌগাছায় ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি! অডিও ভাইরাল - চ্যানেল দুর্জয়
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
কায়েমকোলার মাদক কারবারি মিঠুর বীরদর্পে অব্যহত প্রতারণা! চৌগাছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামীম রেজা ভাইস চেয়ারম্যান নির্বাচিত যশোর শহরে বিএনপি নেতা দুদুর লিফলেট বিতরণ ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের ‘ইস্যু না থাকায় গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি’ রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দু’জন নিহত রাজধানীর ওয়ারীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু  দেন মোহরের টাকা পরিশোধ না করায় কুপিয়ে হত্যা বাংলাদেশে আসছেন তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’-এর নায়ক বুরাক

চৌগাছায় ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি! অডিও ভাইরাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

রায়হান হোসেন, চৌগাছাঃ

যশোরের চৌগাছায় মুঠো ফোনে ছাত্রলীগ নেতা রুহুল আমীনকে প্রাননাশের হুমকি দিয়েছে মিঠুন পাঠনি নামে এক সন্ত্রাসী। মিঠুন গত ১মে মুঠো ফোনে রুহুল আমিনকে এ প্রাননাশের হুমকিসহ বিশ্রী ভাষায় গালাগাল করেন। এ ঘটনায় ভীত রুহুল আমীন গত ৩ মে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এদিকে গতকালই মিঠুন পাঠনির সেই বিশ্রী গালাগাল ও প্রাননাশের হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত মিঠুন পাঠনি (২৮) বেড়গোবিন্দপুর গ্রামের মাহিন পাঠনির ছেলে। তবে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এম এ করিম , হাসান রেজা, ফিরোজ হোসেন এবং শফিকুর রহমান রাথিক মুধা বলেন, মিঠুন মূলত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইব্রাহীমের দেহরক্ষী ও মটর সাইকলে চালক। উল্লেখ্য এই মিঠুন পাঠনি কিছু দিন আগে এক সাংবাদিকের উপরেও সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
ঘটনার বিষয়ে রুহুল আমিন বলেন,  ১ মে প্রথমে ০১৭২৪-৯৮৪০৭১ নাম্বার থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন আমার সাথে কথা বলেন। এর কিছুক্ষন পরেই ওই একই নাম্বার থেকে আবারো আমার ০১৭২৯-১৮৭৩২৩ নাম্বারে কল আসলে আমি রিসিভ করি। তখন অপরপ্রান্ত থেকে মিঠুন পাঠনি বিশ্রী ভাষায় গালমন্দ করাসহ প্রাননাশের হুমকি দেয়।
ভাইরাল হওয়া সেই অডিওতে মিঠুন পাঠনির সেই বিশ্রী গালাগাল ও প্রাননাশের হুমকির সত্যতা পাওয়া যায়। অডিওর প্রথমেই মিঠুন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিমের বিরুদ্ধে বিশ্রী ভাষায় গালাগাল করেন। তারপরেই সে রুহুলকে প্রান নাশের হুমকি দেয়।

জানতে চাইলে যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো।

তবে এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিম বলেন, ঘটনাটি আমি যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসকে জানিয়েছি এবং থানাতেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং এই সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হলে আমরা আদালতের শরানাপন্ন হওয়াসহ অন্যান্য পদক্ষেপও গ্রহন করবো বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিম, হাসান রেজা, ফিরোজ হোসেন এবং শফিকুর রহমান রাথিক মৃধাসহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য সদস্যরা।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ৮:৪৭)
  • ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
98
3886659
Total Visitors