যশোর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর দেশে যে সংস্কার হয়েছে তার নব্বই ভাগই করেছে বিএনপি। দেশের অর্থনীতি আজ যেখানে এসেছে সেটা বিএনপির সংস্কারের কারণেই। যা শুরু করেছিলেন জিয়াউর রহমান। তাই সংস্কারের ব্যাপারে কারও কাছ থেকে ছবক নেওয়া লাগবে না বিএনপির।
মঙ্গলবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে তা ধারণ করতে না পারলে কোন লাভ হবে না।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতে কর বৃদ্ধি করা ঠিক হয়নি। তাই স্বৈরাচার সরকারের লুটপাটের বাজেট বাতিল করে অন্তবর্তীকালীন সরকারের জন্য নতুন বাজেট তৈরি করতে হবে।
অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Leave a Reply