যশোর প্রতিনিধি : যশোর জেলা বিএনপির দ্বীবার্ষিক সম্মেলনে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। কাউন্সিলর ও ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন । এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট এবং মারাফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট। বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সস্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন ।
শনিবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ হয় । রাত ৮ টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ।
এছাড়াও তিনটি সাংগঠনিক সম্পাদক পদে ১৩৪১ ভোট পেয়ে ১ নং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম , ৮৪৫ ভোট পেয়ে মুনির আহমেদ ছিদ্দীকি বাচ্চু ২ নং সাংগঠনিক সম্পাদক ও বরিউল ইসলাম রবু ৭২০ ভোট পেয়ে ৩নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।অপর প্রতিদ্বন্দি কাজী আযম পেয়েছেন ৭১২ ভোট।
Leave a Reply