1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
জেএমবির সিরিজ বোমা হামলার কলঙ্কময় দিন আজ। - চ্যানেল দুর্জয়
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

জেএমবির সিরিজ বোমা হামলার কলঙ্কময় দিন আজ।

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

সালাহ্উদ্দীন সাগর।। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির দেশব্যাপী সিরিজ বোমা হামলার কলঙ্কময় দিন আজ। ১৫ বছর আগে ২০০৫ সালের এই দিনে বোমা হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। মুন্সিগঞ্জ বাদে রাজধানীরসহ দেশের ৬৩টি জেলার পাঁচ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ হামলায় নিহত হন দুজন এবং আহত হন দুই শতাধিক মানুষ। ১৫ বছরেও শেষ হয়নি ওই ঘটনায় দায়ের করা মামলাগুলোর বিচারকাজ। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে।

২০০৫ সালের ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে একযোগে রাজধানীসহ দেশের ৬৩টি জেলার ৩০০ স্থানে ৫০০ বোমার বিস্ফোরণ ঘটে। বাদ ছিল শুধু মুন্সীগঞ্জ। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ বোমা হামলায় নিহত হন দু’জন, আহত হন দুই শতাধিক মানুষ। মূলত নিজেদের অস্তিত্ব জানান দিতেই এ হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি।

সেদিন জেএমবির টার্গেট ছিল সুপ্রিমকোর্ট, জেলা আদালত, ডিসি-এসপির কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। অধিকাংশ স্থানেই রিমোট কন্ট্রোলে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল- যা ছিল জঙ্গিদের হাতে বানানো বোমা। হামলার স্থানগুলোতে জেএমবির প্রচারপত্রও পাওয়া গিয়েছিল। যার মাধ্যমে তারা এ দেশে শরীয়াহ আইন বাস্তবায়নের দাবি জানায়।

১৭ আগস্টের পর জেএমবির একের পর এক আত্মঘাতি হামলায় বিচারক, আইনজীবী, পুলিশসহ প্রাণ হারান ৩৩ জন। আহতের সংখ্যা ৪শ’রও বেশি।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান, সামরিক শাখার প্রধান সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ ছয় শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০০৭ সালের ৩০ মার্চ। এর ফলে অনেকটাই দূর্বল হয়ে পড়ে জেএমবির কার্যক্রম। পরবর্তীতে, গেল কয়েক বছরে নব্য জেএমবি নামে সংগঠিত হয়ে বিভিন্ন সময়ে আরো হামলা চালায় তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযানে কোনঠাসা হয়ে পড়ে সংগঠনটি।

এদিকে ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় সারাদেশে দায়ের হওয়া ১৫১টি মামলার মধ্যে, গত ১৫ বছর ধরে এখনও ৪৭টি মামলা বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সন্ধ্যা ৭:০১)
  • ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
191
3818833
Total Visitors