1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা জখম - চ্যানেল দুর্জয়
বুধবার, ২২ মে ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
চৌগাছায় আনারস প্রতীক নিয়ে তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এস এম হাবিব কায়েমকোলার মাদক কারবারি মিঠুর বীরদর্পে অব্যহত প্রতারণা! চৌগাছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামীম রেজা ভাইস চেয়ারম্যান নির্বাচিত যশোর শহরে বিএনপি নেতা দুদুর লিফলেট বিতরণ ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের ‘ইস্যু না থাকায় গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি’ রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দু’জন নিহত রাজধানীর ওয়ারীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু  দেন মোহরের টাকা পরিশোধ না করায় কুপিয়ে হত্যা

যশোরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার ।। যশোরে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। আহত রুবেল যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও শহরের ষষ্ঠিতলাপাড়ার নওশের আলীর ছেলে। গুরুতর জখম অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে ছাত্রদলের বিপরীত পক্ষের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছে। যশোর জিলা স্কুল মাঠের ভেতরে বুধবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।আহত রুবেল জানায়, একমাস আগে লালদিঘির পাড়ে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় মানববন্ধনে দাড়ানো নিয়ে সিটি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মিজানের সাথে গোলোযোগ বাধে। এসময় বিষয়টি হাতাহাতি পর্যায় চলে যায়। বিষয়টি নিয়ে বিএনপির উচ্চ পর্যায় নেতা পর্যন্ত গড়াই। কিন্তু সমাধান মেলেনা। এর জেরে রাতে  মিজানের নেতৃত্বে তার উপর বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বেজপাড়া আনছার ক্যাম্প এলঅকার ররিউলের ছেলে স্বাক্ষর সহ চার পাঁচজন রামদা দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এদিকে, হাসপাতালে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা আহত রুবেলকে হাসপাতালে দেখতে আসলে বিপরীত পক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। এক পর্যায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় রানা ও সাগরকে পুলিশ হেফাজনে নেয় বলে ছাত্রদলের একটি পক্ষ  দাবি করছেন। যদিও পুলিশ তা অস্বীকার করেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান রুবেলের মাথা, ঠোঁট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে আনার পর তার শরীরে অস্ত্রোপচার চালানো হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, এ দুই পক্ষের মধ্যে রোজার আগে মানববন্ধনে গোলোযোগ বাধে। তার জেরে আজ এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম বলেন, এক যুবক আহত হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এ ঘটনায় কাউকে আটকের তথ্য তার কাছে নেই।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ২:০৪)
  • ২২শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
198
3925585
Total Visitors