1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মাগুরাবাসীর স্বপ্নের রেললাইন নির্মাণকাজ শুরু ২৭ মে - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

মাগুরাবাসীর স্বপ্নের রেললাইন নির্মাণকাজ শুরু ২৭ মে

  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১

মাগুরা সংবাদদাতা॥ মাগুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন খুব অচিরেই পূরণ হতে চলেছে। বৃহস্পতিবার (২৭ মে) ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণকাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করবেন। মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর নিজেই এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রেলওয়ের আওতাধীন মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা।


সূত্র জানায় , মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯ দশমিক ৯০ কিলেমিটার মেইন লাইন; কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪ দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন; দুটি নতুন স্টেশন (কামারখালী ও মাগুরা); দুটি নতুন স্টেশন প্লাটফর্ম (কামারখালী ও মাগুরা); দুটি নতুন প্লাটফর্ম শেড (কামারখালী ও মাগুরা); একটি আন্ডারপাস, দুটি মেজর সেতু; ১৬৮৩ মিটার ভায়াডাক্ট; ১৩০ একর ভূমি অধিগ্রহণ এবং ২৮টি মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা প্রকল্পের নির্ধারিত কাজ। পাশাপাশি প্রকল্পের সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ হবে। এরমধ্যে মাগুরা জেলায় বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের ১৯ কিলোমিটার মেইন লাইন এবং ৪ দশমিক ৯০ কিলোমিটার লুপ লাইন এর সঙ্গে সংযুক্ত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলওয়ের প্রকল্প পরিচালক মো. আসাদুল হক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি ও সিসিসিএল জেভির ঊর্ধ্বতন কর্মকর্তা লউ জুয়ে বিং, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৮:২৯)
  • ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
171
3274879
Total Visitors