1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যবিপ্রবি’র সেই মিজানের বিরুদ্ধে ড. ইকবাল কবীর জাহিদের মানহানি মামলা - চ্যানেল দুর্জয়
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

যবিপ্রবি’র সেই মিজানের বিরুদ্ধে ড. ইকবাল কবীর জাহিদের মানহানি মামলা

  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২

যশোর প্রতিনিধি ।। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জিনোম সেন্টারের সহোযোগি পরিচালক ড.ইকবাল কবির জাহিদ।

এর আগে যবিপ্রবির গ্যালারির সাউন্ড সিস্টেমের কাজে দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেন ড.ইকবাল কবির জাহিদ। এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে যবিপ্রবির নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান ড.ইকবাল কবির জাহিদের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার মিথ্যা অভিযোগ তুলে গত ২৮ জুন যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় মিজানুর রহমান অভিযোগ করেন, রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে জেনারেটর সরবরাহ করে। ওই প্রতিষ্ঠানের ১৮ লাখ টাকার (বিল) প্রকল্পের বিপরীতে সিকিউরিটি বাবদ এক লাখ ৮০ হাজার টাকা জামানত রাখা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের ওই সিকিউরিটির টাকা বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্র আজিজুল ইসলামকে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ড. ইকবাল কবীর জাহিদ। টাকা দিতে না চাইলে তারা প্রকৌশলী মিজানুর রহমানের উপর ক্ষুব্ধ হন। এবং তাকে মারধর করে ও শারীরিকভাবে লাঞ্চিত করেন।

ওই মামলা দায়েরের পর গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক সমাজ , ছাত্র ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এদিকে প্রকৌশলী মিজানুর রহমানের দায়ের করা মামলায় অধ্যাপক ড.ইকবাল কবির জাহিদের সম্মান ক্ষুন্ন হওয়ার অভিযোগ তুলে আজ রোববার (০৭ আগস্ট) যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রকৌশলী মিজানুর রহমানকে আসামী করে একটি মানহানীর মামলা দায়ের করেন। বিচারক মঞ্জুরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ড. ইকবাল কবির জাহিদ মামলা অভিযোগ করেছেন, প্রকৌশলী মিজানুর বিভিন্ন মিডিয়ায় প্রচার করা মিথ্যা ভিত্তিহীন কুরুচিপূর্ণ ও মানহানীকর বক্তব্যে এবং দায়ের করা মিথ্যা মামলায় শিক্ষক সমাজে ড. ইকবাল কবীর জাহিদের সুনাম সম্মান ও মানহানি হয়েছে।

যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী কামরান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা.ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে মিজানুর রহমানের দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। দুর্নীতির তদন্ত প্রতিবেদন দেওয়া মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে এ মামলা করেছিলেন।

এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। মিজানুর রহমানে বানোয়াট ঘটনায় ড. ইকবাল কবির জাহিদের শিক্ষক সমাজে চরমভাবে সম্মান ক্ষুন্ন হয়েছে। ফলে তিনি রোববার মিজানুর রহমানকে আসামী করে বিজ্ঞ আদালতে এ মানহানির মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৬:৩৭)
  • ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
115
3276033
Total Visitors