1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের সভা - চ্যানেল দুর্জয়
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের সভা

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

দুর্জয় ডেস্ক : স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের বার্ষিক সাধারণ সভা ও আলোচনা অনুষ্ঠান। সম্প্রতি স্কটিশ পার্লামেন্টের ৪নং কমিটি রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশী বংশোদ্ভুত স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ভিডিও লিংকের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিয্ক্তু বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ: জানিং টুওয়ার্ড গোল্ডেন বেঙ্গল’ শীর্ষক এক আলোচনা করেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান।

আলোচনায় বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন, টুরি‌্যজিম, জলবায়ু পরিবর্তনগত অভিযোজন, রোহিঙ্গা শরণার্থী এবং বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার নানা দিক উঠে আসে।

এজিএম পর্বে ক্রস পার্টি গ্রুপের কনভেনর হিসাবে নিযুক্ত হন লোদিয়ান এমএসপি ফয়ছল হোসেন চৌধুরী, ভাইস কনভেনর মাইলস ব্রিগ এমএসপি ও গ্রুপের সেক্রেটারিয়েট হিসাবে মনোনীত হন বাংলাদেশের হাইকমিশন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কটিশ পার্লামেন্টের সর্বপ্রথম মুসলিম নারী এমএসপি কাওকাব স্টুয়ার্ট এবং লোদিয়ান এমএসপি সারাহ বয়েক, বাংলাদেশী বংশোদ্ভুত আবারডিন সিটি কাউন্সিলের কাউন্সিলর নুরুল হক আলী, ফাইফ কাউন্সিলের কাউন্সিলার নাজ আনিস মিয়া, চ্যারিটি ইন্টারন্যাশন্যালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোজাম্মেল হক, ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই জেপি, সলিসিটর জেলিনা বারলো রহমান, আলাদিন আলী, বাংলাদেশ এসোসিয়েশন গ্লাসগোর জেনারেল সেক্রেটারী রিজাউল কামাল, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনুর চৌধুরী এবং কমিউনিটি নেতা আছদ্দর আলী প্রমুখ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৮:১৭)
  • ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
138
3837327
Total Visitors