1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বস্তাবন্দি অবস্থায় উদ্ধার যুবকের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ - চ্যানেল দুর্জয়
সোমবার, ২০ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

বস্তাবন্দি অবস্থায় উদ্ধার যুবকের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এতে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নিহত রবিউল ইসলামের বোন ফারজানা আক্তার ঝিলিক বাদী হয়ে এ মামলা করেন।

রবিউল সাভারের আশুলিয়া থানার বাইপাইল চারালপাড়ার আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। মামলায় আশুলিয়ার উত্তর গাজীরচট ভুইয়াপাড়ার রাশেদ ভুইয়াকে প্রধান আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪ জনকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সাভারের আশুলিয়া থানার উত্তর গাজীরচট ভুইয়াপাড়ার মৃত সাঈদ ভুইয়ার ছেলে আলম ভুইয়া, ছেদু ভুইয়ার ছেলে সেলিম ভুইয়া, আলম ভুইয়ার ছেলে আজাহার ভুইয়া ও হান্নান ভুইয়ার ছেলে ফারুক ভুইয়া। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলাম একটি পোশাক কারখানায় চুক্তিতে পোশাক তৈরির কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরে গত ২৮ জুন আশুলিয়া থানার উত্তর গাজিরচট ভুইয়াপাড়ার রাশেদ ভুইয়া বাদি হয়ে রবিউলসহ ২০ জনকে আসামি করে একটি মামলা করেন। অপরদিকে জুলমত আলী বাদি হয়ে গত ৩ জুলাই রাশেদ ভুইয়াসহ ৩৬ জনকে আসামি করে বাড়ি ভাঙচুর, অপহরণ ও নারী নির্যাতনের মামলা করেন। এ ঘটনার জেরে বরিউলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, এ মামলার অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ১১:৫৯)
  • ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
119
3876011
Total Visitors