1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মনিরামপুরে উপজেলা চেয়ারম্যানের পিএ রিমান্ডে - চ্যানেল দুর্জয়
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

মনিরামপুরে উপজেলা চেয়ারম্যানের পিএ রিমান্ডে

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে আলোচিত অপহরণ মামলায় আদালত উপজেলা চেয়ারম্যানের পিএ আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্যে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। রোববার শুনানী শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট পলাশ কুমার দালাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট বশির আহম্মেদ খান। অভিযুক্ত আশিকুর রহমান উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ত্রিপুরাপুর গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।


জানা যায়, ঠিকাদার প্রতিষ্ঠান মেমার্স অর্থ প্রাইভেট লিমিটেডের স্টাফ সাজিদ হোসেন অফিসিয়াল কাজে গত ১৯ সেপ্টেম্বর মনিরামপুরে আসেন। অভিযোগ করা হয় ওইদিন বিকেল তিনটার দিকে পৌরশহর থেকে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের পিএ আশিকুর রহমানের নেতৃত্বে অস্ত্র ঠেকিয়ে সাজিদকে অপহরণ করা হয়। পরে আশিকুর রহমান মুক্তিপণ হিসেবে অর্থ প্রাইভেট লিমিটেডের পরিচালক কাজল বিশ্বাসের কাছে(মোবাইল ফোনে) পাঁচলাখ টাকা দাবি করেন।বিষয়টি জানতে পেরে পুলিশ পৌরশহরের গরুহাট এলাকার একটি বাসা থেকে ওই রাতেই সাজিদ হোসেনকে উদ্ধার করে।এ সময় পুলিশ সেখান থেকে আটক করে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের পিএ আশিকুর রহমানকে। অবশ্য উপজেলা চেয়ারম্যান নাজমা খানম দাবি করেন তিনি গত জুলাই মাসে আশিককে তার পদ থেকে বাদ দিয়েছেন। অপহরণের ঘটনায় সাজিদ বাদি হয়ে আশিকুর রহমানসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মনিরামপুর থানায় একটি মামলা করেন। এদিকে আশিককে জিজ্ঞাসাবাদের জন্যে মামলার তদন্তকারী অফিসার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। রোববার শুনানী শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই প্রসেনজিৎ মন্ডল জানান, দু-এক দিনের মধ্যে আশিককে জেল হাজত থেকে থানায় আনা হবে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (বিকাল ৩:৩৫)
  • ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
143
3880305
Total Visitors