রিপন গাজী: ওয়ালটন যশোর শোরুমে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গাড়িখানা রোড়ে পুরাতনকসবা পুলিশ ফাড়ির বিপরীতে এই শোরুমটি অবস্থিত। শুক্রবার ভোরে এই চুরি সংঘটিত হয়।
ওয়ালটনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত চোর পাশের একটি ভবনের ছাদ থেকে উঠে ওয়ালটন শোরুমের পেছন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। চোরেরা শোরুম থেকে চারটি টেলিভিশন এবং আট কয়েল বৈদ্যুতিক তার চুরি করে। এসব নিয়ে যাওয়ার সময় পাশের অপর একটি ভবন থেকে চোর চোর বলে চিৎকার করলে তার নিয়ে পালিয়ে যায় চোর। টেলিভিশনগুলোর মধ্যে দুটি পাওয়া যায় ভবনের সিড়ির গোড়ায়। অপরটি দুটি পাশের ভবনের ছাদে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী তারা ধারণা করছেন, চোরেরা শুধু তার নিয়ে পালাতে সক্ষম হয়েছে। এর মূল্য প্রায় দেড় লাখ টাকা। তবে, মালামালের হিসেব করে আরও কিছু চুরি হয়েছে কি না তা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।