1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
রোলানদোকে টপকে সিরি আ'র বর্ষসেরা দিবালা - চ্যানেল দুর্জয়
শনিবার, ১৮ মে ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

রোলানদোকে টপকে সিরি আ’র বর্ষসেরা দিবালা

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০

দূর্জয় ক্রিয়া ডেস্ক :
সিরি আর সর্বোচ্চ গোল করা চিরো ইমমোবিলে নন। দ্বিতীয় সর্বোচ্চ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোও নন। এই মৌসুমের চমক আটালান্টার পাপু গোমেজও নন। জুভেন্টাস যাকে মৌসুমের শুরুতে দলছাড়া করতে চেয়েছিল সেই পাউল দিবালাই হয়ে গেছেন সিরি আর মৌসুমের সেরা খেলোয়াড়। এই মৌসুমে সিরি আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সিরি আ কর্তৃপক্ষ মৌসুমের প্রতি পজিশনের সেরাদেরও একটি তালিকা দিয়েছে। তাতে সেরা গোলরক্ষক হয়েছেন এই মৌসুমে সবচেয়ে বেশি সেভ করা শিরোপাজয়ী জুভেন্টাসের ভয়চেক শেজনি। সেরা ডিফেন্ডার হয়েছেন জুভেন্টাসের এক পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করা ইন্টারের ডাচ ডিফেন্ডার স্টেফান ডি ভ্রাই। সেরা মিডফিল্ডার আটালান্টার আর্জেন্টাইন পাপ্পু গোমেজ আর সেরা ফরোয়ার্ড হয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটজয়ী ও সিরি আর সর্বোচ্চ গোলদাতা লাৎসিওর ইমমোবিলে। সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন পারমার তরুণ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি। দিবালা পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। সিরি আ তে এই মৌসুমে ৩৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন দিবালা, অ্যাসিস্ট করেছেন ১১টি।

ক্যারিয়ারে প্রথম এই পুরস্কার জিতলেন দিবালা। রোনালদোর পর জুভেন্টাসের দ্বিতীয় সর্বোচ্চ ১১টি গোল করেছেন তিনি, সঙ্গে আছে ৬ অ্যাসিস্টও। মৌসুমের শুরুতে একাদশে অনিয়মিত ছিলেন দিবালা। তবে বদলি হিসেবে নেমে দারুণ অবদান রাখার পর একাদশে জায়গা পাকা হয় তার। এরপর থেকেই ২৬ বছর বয়সী ছিলেন দারুণ ফর্মে।

জুভেন্টাসের খেলোয়াড়দের জন্য সেটি অবশ্য নিয়মই হয়ে গেছে। গত নয় বারের মধ্যে আট বারই সিরি আর বর্ষসেরা হয়েছেন শিরোপাজয়ী জুভেন্টাসের কেউ। শুধু ২০১৮ সালে এই পুরস্কার জিতেছিলেন ইন্টারের মাউরো ইকার্দি। আর গতবার বর্ষসেরা হয়েছিলেন রোনালদো, এবার অবশ্য সিরি আর নিজের সেরা ৩১ গোল করেও হননি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (দুপুর ১২:০৩)
  • ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
109
3810166
Total Visitors