1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সূচি প্রকাশ - চ্যানেল দুর্জয়
রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সূচি প্রকাশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। মঙ্গলবার (২ এপ্রিল) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী, প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে, চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর মঙ্গলবার (২ এপ্রিল) পরীক্ষার তারিখ ঠিক করে রুটিন প্রকাশ করা হয়েছে।

এদিকে, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণের সুযোগ রয়েছে। ২৯ এপ্রিল  থেকে ২ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। ফি জমা দেয়া যাবে সোনালী সেবার মাধ্যমে। 

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ২:০০)
  • ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
241
3417908
Total Visitors