1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পদত্যাগ করছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব - চ্যানেল দুর্জয়
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

পদত্যাগ করছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০

দূর্জয় আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর লেবানন সরকার পদত্যাগ করতে যাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবারই পদত্যাগ ঘোষণা করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।

স্থানীয় সময় সন্ধ্যা সড়ে ৭টায় জাতির উদ্দেশে হাসান দিয়াব ভাষণ দেবেন বলে জানিয়েছে তার কার্যালয়।

সোমবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন, পুরো সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, প্রেসিডেন্ট ভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি সেখানে মন্ত্রিসভার পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেবেন।

লেবাননের রাজধানীতে বৈরুতের বন্দর এলাকায় গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা দুইশ’ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো প্রায় পাঁচ হাজার মানুষ।

এ ঘটনায় রাজধানীজুড়ে সরকার বিরোধী বিক্ষোভও দিন দিন জোরদার হচ্ছে।

এ পর্যন্ত লেবানন সরকারের দুই মন্ত্রী এবং নয়জন এমপি পদত্যাগ করেছেন।

বিস্ফোরণের ঘটনায় রবিবার দেশটির তথ্য মন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী কাত্তার ডেমিয়ানোস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন নয়জন এমপি।

পদত্যাগ করা এমপিরা হচ্ছেন, মারওয়ান হামাদেহ, পাউলা ইয়াকুবিয়ান, নাদিম গেমায়েল, সামি গেমায়েল, ইলিয়াস হানকাস, নেমাত এফরেম, মিখায়েল মওয়াদ, দিমা জামালি, হেনরি হেলু।

খবর: বিবিসি, আল সাবাহ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:৪০)
  • ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
268
3399588
Total Visitors