1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সংক্রমণ বাড়ায় ভুটানে এই প্রথম লকডাউনের নির্দেশ - চ্যানেল দুর্জয়
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

সংক্রমণ বাড়ায় ভুটানে এই প্রথম লকডাউনের নির্দেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

দূর্জয় আন্তর্জাতিক।। হিমালয়ের কোলে প্রত্যন্ত ভুটান করোনাভাইরাস ঠেকাতে এই প্রথম দেশটিতে লকডাউন জারি করেছে। রাজধানী থিম্পুতে একজন আক্রান্ত ব্যক্তি অন্য বেশ কয়েকজনের সংস্পর্শে আসার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সরকারি বিবৃতি জারি করে বলা হয়েছে: “সংক্রমণের উৎস এবং তা কতটা বিস্তার পেয়েছে তা না জানায়, প্রত্যেককে নিজেদের ও পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়া ঠেকাতে ঘরে থাকতে বলা হচ্ছে।”

স্কুল, অফিস আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে।

সাত লাখ ৫৪ হাজার জনসংখ্যার ভুটানে এ পর্যন্ত ১১৩জন আক্রান্ত নথিভুক্ত হয়েছে এবং সেখানে কেউ মারা যায়নি।

আক্রান্ত ব্যক্তি একজন ২৭ বছর বয়স্ক ভুটানী নারী, যিনি কুয়েত থেকে ফেরার পর কোয়ারেন্টিনে ছিলেন। পরীক্ষার ফল নেগেটিভ আসার পর তাকে কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেয়া হয়, কিন্তু কয়েকদিন পরেই তিনি আবার পজিটিভ শনাক্ত হয়েছেন।

কোয়ারেন্টিন থেকে ছাড়া পাবার পর তিনি বেশ কয়েকটি এলাকা ঘুরেছেন এবং আত্মীয়স্বজনের সাথে মেলামেশা করেছেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:৪০)
  • ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
268
3399589
Total Visitors