1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বেড়িবাঁধ মেরামতে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : বরগুনা জেলা প্রশাসক - চ্যানেল দুর্জয়
বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
মনিরামপুর-কেশবপুরসহ যেসব উপজেলায় চলছে ভোটগ্রহণ কালীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫ মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ মেগাস্টার শাকিবের ‘তুফান’ ঝড়ে বাংলাদেশ সাকিব-মোস্তাফিজ-সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশের দল ঘোষণা তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি রাজধানীসহ দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো আরও এক দেশ অ্যাস্ট্রাজেনেকায় স্বাস্থ্যঝুঁকি আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী রাতে ঝড়ের কারণে কিছু জায়গায় ভোটার উপস্থিতি কম: ইসি সচিব

বেড়িবাঁধ মেরামতে অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না : বরগুনা জেলা প্রশাসক

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদ সংলগ্ন পদ্মা ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনকালে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, প্রায় ২৭টি পয়েন্টে বাঁধ ভেঙেছে। টেকসই বেড়িবাঁধ করতে জেলা প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। বাঁধ মেরামতে অনিয়মকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পদ্মা বাঁধ এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যার হাফিজুর রহমান সোহাগ প্রমুখ।

ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, প্রায় পৌনে তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

বাঁধ মেরামতের কাজে অনিয়ম ও প্রশাসনের তদারকি কম এ বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোম্তাইন বিল্লাহ বলেন, বাঁধ মেরামতের কাজে কোনো রকমের দুর্নীতি, অনিয়ম এবং অবহেলা করলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের জীবন নিয়ে তামাশা করা চরম অন্যায়।

মেরামতের কাজ বৃষ্টির দিনে না করে শুকনো মৌসুমে করা যায় কি না এমন প্রশ্নের উত্তরে ডিসি বলেন, যেহেতু সরকারের নিয়মানুযায়ী কাজে টেন্ডারের বিষয় থাকে, এ কারণে আমাদেরও সুপারিশ থাকবে টেকসই বাঁধ মেরামত কাজ শুকনো মৌসুমে করা যায় কি না।

পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে পদ্মার সাইক্লোন শেল্টারে শুকনো খাবার ও চাল বিতরণ করেন ডিসি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ৯:১৩)
  • ৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
197
3527223
Total Visitors