নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, রাতে বেশ কিছু অঞ্চলে ঝড় হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। যার ফলে, কিছু জায়গায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
বুধবার (৮ মে) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে হওয়া এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
জাহাংগীর আলম বলেন, এখন পর্যন্ত অঞ্চলভেদে ভোট প্রদানের হার কমবেশি রেকর্ড করা হয়েছে। তবে, এখন পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে বলেও জানান তিনি।
ইভিএম নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি জানিয়ে ইসি সচিব আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে, খাগড়াছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় গণ্ডগোল হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।