1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ৩ কোটি ৬১ লাখের বেশি মানুষ - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ৩ কোটি ৬১ লাখের বেশি মানুষ

  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ লাখ ২৯ হাজারের মতো। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১০ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ৩ কোটি ৬১ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১১ লাখ ২৮ হাজার ৮০৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ১০ লাখ ১৯ হাজার ৩১৩ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৯১ লাখ ৯৮ হাজার ৩৯০ জন চিকিৎসাধীন এবং ৭৬ হাজার ৮৩৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৩ কোটি ৬১ লাখ ৫ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৫:৪৬)
  • ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
340
3380016
Total Visitors