1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
প্রথম দিনেই আড়াই লাখ মুভমেন্ট পাস-লকডাউনের সুফল কি? - চ্যানেল দুর্জয়
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
চৌগাছায় এমপি তুহিনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিশুদ্ধ পানি-স্যালাইন ও ছাতা বিতরণ চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ চৌগাছায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন আজম আশরাফুল সাবেক এমপি বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের উঠান বৈঠকে গুলি ছোড়ার অভিযোগ উপজেলা ভোট: নেতাকর্মীদের বহিষ্কারে বিএনপি কি আরও দুর্বল হবে? গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুত ৫ বগি, আহত অর্ধশতাধিক বৃষ্টির দেখা না মিললেও কুয়াশায় আচ্ছন্ন পাবনার জনপদ বিএনপি এখন নিজেরাই বিভক্ত: কাদের রাজধানীসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমে আসবে তাপপ্রবাহ ১০ টাকায় চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রথম দিনেই আড়াই লাখ মুভমেন্ট পাস-লকডাউনের সুফল কি?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

জুবায়ের আহমেদ ।। সরকার ঘোষিত কঠোর লকডাউনের এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার জনের পাস ইস্যু করা হয়েছে। আর প্রতি মিনিটে ২১ হাজার ৩৩৭ জন মুভমেন্ট পাসের ওয়েবসাইট ভিজিট করছেন, এর মধ্যে ৭ কোটি ৮১ লাখ মুভমেন্ট পাস সংগ্রহের চেষ্টা করেছেন। এত মানুষ ঘর থেকে বের হলে কঠোর লকডাউনের সুফল আসবে কি?

এ বিষয়ে বারডেম হাসপাতালের চিকিৎসক ফারহানা মোবিন বলেন, মুভমেন্ট পাশ নিয়ে এত মানুষ বের হলে আসলে লকডাউনের কোনও সুফল আমরা পাবো না। এই পাশ নিয়ে অনেকেই কোন কাজ ছাড়াই বের হচ্ছেন।

বুধবার রাজধানীতে সরেজমিন দেখা যায়, মানুষ মুদি দোকানে যাওয়ার নাম করে পাস নিয়ে ঘুড়ি কিনতে যাচ্ছেন, হাসপাতালের নাম করে আত্মীয় বাড়ি যাওয়ার চেষ্টা করছেন।

বাংলামোটরে দায়িত্বরত সার্জেন্ট মাহমুদ হাসান বলেন, অনেকেই বের হয়ে বলছে তারা লকডাউন সম্পর্কে জানে না। কেউ আবার বিনা প্রয়োজনেই বের হয়েছে। কেউই ঠিকমতো সদুত্তর দিতে পারছে না। বের হওয়ার কারণ ও প্রয়োজন জরুরি মনে না হলে তাদের নামে আমরা মামলা দিচ্ছি।

পুলিশ সদর সদরদপ্তরের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) শাখার এআইজি মো. সোহেল রানা বলেন, জরুরি প্রয়োজনের ভিত্তিতে যারা মুভমেন্ট পাসের জন্য আবেদন করছেন, তাদের প্রয়োজনীয়তার যুক্তিযুক্ত বিবেচনায় আমরা পাস দিচ্ছি।

সোহেল রানা আরও বলেন, সবাইতো একই সময়ে একই জায়গা যাচ্ছে না। জরুরি প্রয়োজনে বের হতে চাইলে কাউকে বাধা দেয়া যাবে না। তবে অযথা বাইরে ঘোরাফেরা করছে কিনা সে বিষয়ে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলেও স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে বাইরে বের হতে হবে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ১০:৪০)
  • ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
196
3498603
Total Visitors