1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
গুজবে কান দেবেন না, টিকা ও সাবধানতা দুই-ই সমান জরুরি: মোদী - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

গুজবে কান দেবেন না, টিকা ও সাবধানতা দুই-ই সমান জরুরি: মোদী

  • প্রকাশিত : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

করোনা পরিস্থিতিতে প্রতিষেধক নিয়ে গুজব এড়িয়ে চলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তাতে তিনি বলেন, ‘‘করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছিলাম আমরা। আত্মবিশ্বাস ছিল মনে। কিন্তু এই মুহূর্তে দেশ বিধ্বস্ত। করোনা আমাদের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।’’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির পাশে রয়েছে বলেও বার্তা দেন মোদী। তিনি বলেন, ‘‘ আপনারা জানেন রাজ্যে রাজ্যে বিনামূল্য টিকা পাঠিয়েছি আমরা। ৪৫-এর ঊর্ধ্বে সকলে তার সুবিধা পাবেন। ১ মে থেকে ১৮-র ঊর্ধ্বে হলেই টিকা পাবেন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সর্বতো ভাবে সাহায্য করছে কেন্দ্র।’’

রবিবার ‘মন কি বাত’-এর ৭৬তম পর্ব ছিল। ইতিমধ্যে দেশে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘করোনাকে হারানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য আমাদের। প্রতিষেধক নেওয়া যেমন জরুরি, তেমনই সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। সংক্রমণ যেমন বাড়ছে, তার মধ্যে সুস্থতাও কিন্তু বাড়ছে।’’ তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৭:৩৩)
  • ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
257
3739091
Total Visitors