1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভারতে একদিনে মৃত্যু ফের ৪ হাজার ছাড়াল - চ্যানেল দুর্জয়
বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

ভারতে একদিনে মৃত্যু ফের ৪ হাজার ছাড়াল

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১

সুমিত পাল পলাশ ।। ভারতে দৈনিক করোনা সংক্রমণ কমলেও মৃত্যু আবার বেড়ে গেছে। গত তিনদিন ধরে ৯০ হাজারের বেশি থাকার পর শনিবার ভারতে দৈনিক করোনা সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃত্যু। ভারতে আবারও দৈনিক মৃত্যু চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার হাজার দুই জনের। এ নিয়ে মোট মৃত্যু তিন লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, দৈনিক মৃত্য হঠাৎ করে বেশি হলেও, দেশটিতে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত পাঁচদিন ধরেই সেখানে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় একমাস ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নিচে নেমেছে।

এদিকে, গত মে মাসে কিছু কম হলেও জুনের শুরু থেকেই দেশটিতে করোনা টিকাকরণের গতি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।

অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৫ হাজার ৭৯২ জন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৪:৩৯)
  • ১৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
257
3721184
Total Visitors