1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বাংলাদেশের জয়কে খাটো করে প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশের জয়কে খাটো করে প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্বক্রিকেট। অথচ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এই জয় দেখল ‘অঘটন’ হিসেবে!

অস্ট্রেলিয়া ক্রিকেটে শক্তিধর দেশ হলেও বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে। দুই ম্যাচেই অসিদের ১২৫ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা।

২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তী ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে। যেখানে আর সবাই টাইগারদের এমন জয়ে পঞ্চমুখ, সেখানে অস্ট্রেলিয়ার হারকে ‘অঘটন’ হিসেবে দেখছে ভারত!

কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।

এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছে ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা। অবিবেচকের মতো টানা দুটো জয়কেই খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার।

বাংলাদেশের ক্রিকেটবোদ্ধারা ভারতীয় পত্রিকায় এমন শিরোনামে হতাশ হয়ে বলেছেন, এত বছর ধরে বিশ্বের সব দেশকে হারানো দল জয় পেলে সেটি ‘অঘটন’হয় কী করে? বাংলাদেশ ‘আন্ডারডগ’ তকমা মুছে দিয়েছে বহু বছর আগে।

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করার রীতি অবশ্য নতুন কিছু নয়। এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি জয়ের পরও কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার লিখেছিল— ‘দুবার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পন্তের ভুলেই কি হারতে হলো ভারতকে?’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ১১:০৭)
  • ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
117
3273697
Total Visitors