1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ওমিক্রন: সব বিদেশির জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

ওমিক্রন: সব বিদেশির জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

দুর্জয় আন্তর্জাতিক : করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে পারে- এমন শঙ্কা থেকে সব বিদেশিদের জন্য জাপানের দুয়ার আপাতত বন্ধ হচ্ছে। সোমবার আল জাজিরার খবরে বলা হয়, জাপান ইতোমধ্যে নিজ দেশে বিদেশিদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে ইসরায়েল বিদেশিদের ওপর ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করে। জাপান এ ধরণের ঘোষণা দেয়া দ্বিতীয় দেশ।

দক্ষিণ আফ্রিকাসহ এর প্রতিবেশি কয়েকটি দেশের সঙ্গে আগেই বিমান চলাচল বন্ধ করেছে জাপান। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার এ নতুন ধরন শনাক্ত হয়।

এর পর থেকে অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। সেই তালিকায় বাংলাদেশও আছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরন ওমিক্রন দ্রুত মিউটেশন ঘটায় (আচরণ পরিবর্তন করতে সক্ষম)। তাদের ধারণা, এটা দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। কোনো কোনো বিজ্ঞানীরা এটাকে ডেল্টার চেয়েও ভয়ঙ্কর বলছেন।

এর কারণ হিসেবে তারা বলছেন, করোনার প্রচলিত ধরনগুলো থেকে ওমিক্রন অনেকটাই আলাদা। তাদের আশঙ্কা, করোনার টিকা ওমিক্রন মোকাবেলায় কাজ না-ও করতে পারে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিভিন্ন দেশকে দ্রুততর সময়ে ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ না করতে বলছে। তারপরও বিভিন্ন দেশ ইতোমধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্য, ইউরোপিয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকাসহ এর আশাপাশের দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৯:৪৫)
  • ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
111
3273581
Total Visitors