1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পশুর হাঁটে আগন্তুকদের জন্য যশোর জেলা প্রশাসকের নির্দেশনা৷ - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

পশুর হাঁটে আগন্তুকদের জন্য যশোর জেলা প্রশাসকের নির্দেশনা৷

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

সম্মানিত যশোরবাসী, আসসালামু আলাইকুম। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সুস্থ থাকতে সরকারী নির্দেশনা অনুযায়ী কুরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলুন। হাটে অবশ্য পালনীয় হিসেবে নিম্নের নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য ক্রেতা- বিক্রেতাসহ হাট সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হল:

👉মাস্ক ছাড়া কোন ক্রেতা-বিক্রেতা হাটের ভিতরে প্রবেশ করতে পারবে না।

👉 পশুর হাটে প্রবেশের জন্য গেট (প্রবেশপথ ও বাহিরপথ) নির্দিষ্ট করতে হবে।

👉পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার দিয়ে পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে হবে। কোথাও জলাবদ্ধতা তৈরি করা যাবে না।

👉প্রতিটি হাটে পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক এক বা একাধিক ভ্রাম্যমান স্বেচ্ছাসেবী মেডিকেল টিম গঠন করে সেবা প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। মেডিকেল টিমের নিকট শরীরের তাপমাত্রা মাপার জন্য ডিজিটাল থার্মোমিটার রাখা যেতে পারে, যাতে প্রয়োজনে হাটে আসা সন্দেহজনক করোনা আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করা যায়।

👉একটি পশু থেকে আরেকটি পশু এমনভাবে রাখতে হবে যেন ক্রেতাগণ কমপক্ষে ৩ (তিন) ফুট বা ২ (দুই) হাত দূরত্ব বজায় রেখে পশু ক্রয় করতে পারেন।

👉ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদায় কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে।

👉মূল্য পরিশোধের সময় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর সময়কাল যেন কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লাইনে ৩ (তিন) ফুট বা কমপক্ষে ২ (দুই) হাত দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। প্রয়োজনে রেখা টেনে বা গোল চিহ্ন দিয়ে দিতে হবে।

👉 সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ হাটে প্রবেশ করবেন না।

👉শিশু, বৃদ্ধ এবং অসুস্থরা হাটে আসতে পারবেনা।

নির্দেশক্রমে: মোঃ তামিজুল ইসলাম খান, জেলা প্রশাসক যশোর ও জেলা ম্যাজিস্ট্রেট।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৯:২৮)
  • ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
288
3385019
Total Visitors