1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রেহাম খান, বর ১৩ বছরের ছোট - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রেহাম খান, বর ১৩ বছরের ছোট

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

দুৃর্জয় ওয়েব : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ী অধিনায়ক ইমরান খানকে বিয়ে করে পরিচিতি পান ব্রিটিশ সাংবাদিক রেহাম খান। পরে ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর একটি বই লিখে গোটা বিশ্বেই পরিচিত হয়ে উঠেন এই পাকিস্তানি বংশোদ্ভূত নারী।

রেহাম খান আবারও শিরোনাম হয়েছেন তৃতীয়বার বিয়ে করে। শুক্রবার তিনি নিজেই গণমাধ্যমেক জানিয়েছেন, আমেরিকায় এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি মডেল ও অভিনেতা মির্জা বিলাল বেগকে বিয়ে করেছেন। ৪৯ বছর বয়সী রেহাম এখন যুক্তরাষ্ট্রেই থাকেন।

এক টুইট বার্তায় রেহাম খান লেখেন, আমরা বাবা-মা ও আমার ছেলেকে ওয়াকিলের আশীর্বাদে সিয়াটেলে একটি সুন্দর অনুষ্ঠানে বিয়ে করেছি। অবশেষে আমি এমন এক পুরুষকে খুঁজে পেয়েছি, যাকে আমি বিশ্বাস করতে পারি। তৃতীয় বিয়ের কয়েকটি ছবি শেয়ারও করেছেন।

সেই ছবিগুলিতে রেহাম খানকে একটি সাদা গাউন পরে বিয়ে করতে দেখা গেছে। আর তার নতুন স্বামী বিলাল পরেছিলেন একটি মভ রঙের স্যুট। রেহামের থেকে বয়সে অনেকটাই ছোট মির্জা বিলাল বেগ। বর্তমানে তার বয়স ৩৬ বছর।

এটি তারও তৃতীয় বিয়ে। এক সময় বিলাল বেগ মডেলিং এবং অভিনয় করতেন। বর্তমানে আমেরিকায় এক কর্পোরেট সংস্থায় কর্মরত। বিলালের আগে ২০১৫ সালের জানুয়ারিতে টেলিভিশন সাংবাদিক রেহাম খান বিয়ে করেন ইমরান খানকে।

তবে তাদের বিয়ে বেশিদিন টেকেনি। মাত্র দশ মাস পরই তাদের বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর রেহাম জানান, ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমার মতো তাকেও পাকিস্তানি জনতার ঘৃণার শিকার হতে হয়েছিলো। ইমরান খানের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ করেছিলেন তিনি।

১৯৭৩ সালে লিবিয়ার আজদাবিয়াতে জন্ম রেহাম খানের। এরপর পাকিস্তানে এসেছিলেন পড়াশোনা করতে। গত শতাব্দীর নব্বই দশকের মাঝামাঝি ব্রিটেনে একজন সম্প্রচার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেছিলেন। ২০১২ সালে তিনি পাকিস্তানে ফিরে এসেছিলেন।

এক স্থানীয় টিভি শোতে ইমরান খানের সাক্ষাৎকার নেয়ার সময় ইমরানের সঙ্গে তার প্রথম পরিচয় ঘটেছিল। সেখান থেকেই ঘনিষ্ঠতা। বর্তমানে ইমরান খান তৃতীয় বিয়ে করেছেন বুশরা বিবিকে। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগেই দুজনে গাঁটছড়া বেঁধেছিলেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:১১)
  • ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
170
3274569
Total Visitors