1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
টিসি দিতে লাগবে বোর্ডের অনুমতি - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

টিসি দিতে লাগবে বোর্ডের অনুমতি

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে কোনো শিক্ষার্থীকে জোর করে ছাড়পত্র (টিসি) দিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠান এই নিয়ম ভঙ্গ করলে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা বোর্ড।

২৫ জানুয়ারি ২০২২, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ছাড়পত্র (টিসি) প্রদান করছে। যা তাদের এখতিয়ার বহির্ভূত। ছাড়পত্র দেওয়ার এখতিয়ার শুধুমাত্র বোর্ডের।’

এতে আরও বলা হয়, ‘কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে আগের শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (টিসি) অনুমতি নিতে হবে।’

এসব বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১০:১৭)
  • ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
179
3275084
Total Visitors