1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পুলিশ সদস্য হত্যায় ৩ জনের যাবজ্জীবন - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

পুলিশ সদস্য হত্যায় ৩ জনের যাবজ্জীবন

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে ৯ বছর আগে পুলিশ সদস্য ফরিদ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যায় তিন জনকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৭ মে) দুপুরে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো—জসিম উদ্দিন রাজু (২৮), মাবুদ দুলাল (২৭) ও অর্জুন দে (১৯)। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলো—মো. মনির (২২)। তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মাবুদ দুলাল আদালতে উপস্থিত ছিল। বাকিরা পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ সদস্য হত্যায় তিন জনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পুলিশ বক্সের সামনে চেকপোস্টে ডিউটি শেষে সিঅ্যান্ডবি কলোনির বাসায় ফিরছিলেন ফরিদ। পথিমধ্যে ছিনতাইকারীরা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে ফরিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরদিন ১৪ জানুয়ারি ডবলমুরিং থানার এসআই আমিনুল হক বাদী হয়ে মামলা করেন। এরপর হালিশহর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় মামলার দুই আসামি নাছির উদ্দিন ও রাজীব। তদন্ত শেষে ডবলমুরিং থানার পরিদর্শক আতাউর রহমান নিহত দুই জনের অব্যাহতি চেয়ে এবং চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে ৩১ জনকে সাক্ষী রাখা হয়।

আদালতের অ্যাডিশনাল পিপি মোহাম্মদ নোমান চৌধুরী  বলেন, ‘৩১ জনের মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন বিচারক। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিল, বাকিরা পলাতক।’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১০:১৮)
  • ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
341
3758075
Total Visitors