1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি - চ্যানেল দুর্জয়
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি ওঠানামা করছে। সোমবার (০৩ জুলাই) সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা ১২টায় তিন সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে নামে। বিকেল ৩টায় আরো পানি কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২.১৫ সেন্টিমিটার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নদীর পানি বৃদ্ধির ফলে ব্যারাজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল ও ভারি বর্ষণে রবিবার রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে।

সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, সকাল ৯টায় সাত সেন্টিমিটার, বেলা ১২টায় ১০ সেন্টিমিটার এবং বেলা ৩টায় ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্তমানে পানি কমলেও এসব এলাকা থেকে পানি নামতে সময় লাগছে।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘তিস্তা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে।’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৪:১২)
  • ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
210
3277129
Total Visitors