1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোর ইন্সটিটিউট স্কুলের ফ্যান ছিড়ে অভিভাবক আহত - চ্যানেল দুর্জয়
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা এক বিভাগ বাদে সারাদেশে চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া মারা গেছেন দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী রিকশাচালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ ডিএনসিসির রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী চৌগাছার সাপেকাটা রোগীর যশোর সদর হাসপাতালে মৃত্যু যশোরে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

যশোর ইন্সটিটিউট স্কুলের ফ্যান ছিড়ে অভিভাবক আহত

  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: যশোর ইনস্টিটিউট স্কুলে শ্রেণি কক্ষে চলন্ত ফ্যান খুলে মাথায় পড়ে এক অভিভাবক আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, সকাল আটটার পর ২য় শ্রেণির শিক্ষার্থী অর্ঘ ঘোষের মা ২য় তলার বেগম সুফিয়া কামাল কক্ষে ছেলেকে রেখে আসতে যান।

ছেলের ব্যাগ রেখে বেরিয়ে আসার সময় আকস্মিকভাবে চলন্ত ফ্যান তার গায়ের ওপর ভেঙে পড়ে। ওইসময় মাথা থেকে রক্তক্ষরণ হয়। স্কুলের কর্মচারী বাবু তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার সাতটি সেলাই দেয়া হয়। পরে তিনি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান।

সোমবার সরেজমিনে দেখা যায়, স্কুলের ২য় তলার প্রতিটি কক্ষেরই অবস্থা বেহাল। বিভিন্ন কক্ষের পলেস্তারা খসে পড়ছে। ফ্যানগুলোও টালমাটাল অবস্থায় রয়েছে। ফ্যানের হুকগুলোও মরিচা ধরে অনিরাপদ হয়ে রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা নিয়েই চলছে ক্লাস।

অভিভাবকরা জানান, স্কুলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কখনো ফ্যান খুলে পড়ছে আবার কখনো ছাদ ধসে পড়ছে। এসব বিষয় নিয়ে তারা আতঙ্কিত। সন্তানকে স্কুলে রেখে তারা বাড়িতে থাকতে পারেন না। সবসময় টেনশনে থাকেন।
শিশু শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলে ভয়ে থাকতে হয়। পলেস্তারা খসে প্রায় মাথায় পড়ে।
শিক্ষার্থী কিংবা অভিভাবকরাই শুধু না, একই অভিযোগ করেন শিক্ষকরাও। তারা বলেন, আজ অভিভাবকের মাথায় পড়েছে কাল আমার কিংবা শিক্ষার্থীদের মাথায় পড়বেনা এর নিশ্চয়তা নেই। ফলে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতন ভবন নির্মাণের দাবি জানান তারা।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দা শিরীন সুলতানা বলেন, এটা অনাকাঙ্খিত বিষয়। তিনি নিজে ওই অভিভাবকের সার্বিক খোঁজখবর নিচ্ছেন। আজ দোতলায় ক্লাসও নেওয়া হয়নি। মিস্ত্রি ডেকে এনে সব ফ্যানের হুক চেক করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন ভবন তৈরির কার্যক্রম চলছে।

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, তিনি বিষয়টি জেনেছেন। ভবনটি ঝুকিপূর্ণ স্বীকার করে তিনি বলেন,ওই ভবন ভেঙে ফেলা হবে। ইতিমধ্যে অনেক কাজ হয়েছে। ১২ সেপ্টেম্বর টেন্ডারের ওপেনিংয়ের পরই কাজ পাওয়া ঠিকাদার কাজ শুরু করবে। নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত স্কুলের পেছনের ফাঁকা জায়গায় শেড তৈরি করে সেখানে ক্লাস নেওয়া হবে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১০:৩৯)
  • ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
334
3287754
Total Visitors